স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্য সফরে প্রাকলগ্নে বড় ভাঙন। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ৩,২০০ জন জনজাতি ভোটার সাথে নিয়ে এম ডি সি হংস ত্রিপুরা তিপ্রা মাথায় যোগদান করেন। এদিনের যোগদান সভা অনুষ্ঠিত হয় মানিকপুর বাজার মাঠে। সভায় এম ডি সি হংস ত্রিপুরা তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মনের হাত ধরে দলে যোগদান করেন। তিনি জানান, বি জে পি মূল মন্ত্র সাবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস।
কিন্তু গত সাড়ে চার বছরে ত্রিপুরা রাজ্যে কোন জাতি বা কোন অংশের মানুষের বিকাশ করেনি। এমনকি তিনি এমডিসি হিসেবে নির্বাচিত হয়ে গত এক বছরে এলাকায় কোন কাজ করতে পারেন নি। এবং স্থানীয় বিধায়কের ভূমিকা তীব্র সমালোচনা করে তিনি বলেন, তিনি বরাবরই রাবণের মতো অহংকার দেখিয়ে চলেছেন। কারো কথা শুনেন না। এই সরকার কোন প্রতিশ্রুতি পালন করে নি। সেবাই সংগঠনের নাম করে তারা মন্ত্রী বিধায়কদের সেবাতে নিয়োজিত হয়ে আছেন। উন্নয়নের স্বার্থে, বেকারদের স্বার্থে কোন কাজ করেনি। শুধু জাতি উপজাতি মধ্যে সুড়সুড়ি দিয়ে চলেছে। তাই স্বচ্ছ প্রশাসন এবং জনজাতিদের উন্নয়নের জন্য তিনি তিপ্রা মথাতে যোগদান করেছে বলে জানান এদিন। তবে পাহাড়ে ইতিমধ্যে যেভাবে ধ্বস নামতে শুরু করেছে তাতে চিন্তিত বিজেপি। আগামী দিনে ভাজপা পাহাড়ের মাটি কতটা কামড়ে ধরে রাখতে পারবে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ নভেম্বর মাসের মধ্যে হতে চলেছে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনের আগে সংগঠন গোছাতে রাজ্য সফরে আছেন তিনি। কিন্তু এই মুহূর্তে ভিলেজ কমিটি থেকে তিন হাজারের অধিক ভোটার মথায় যোগদান ভূকম্প সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টিতে। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রা মথার সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেয়।