Thursday, March 28, 2024
বাড়িরাজ্যউন্নয়ন মূলক প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা বৈঠক

উন্নয়ন মূলক প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : রাজ্যে সকলে এসেছেন শিল্প বাণিজ্য দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোম প্রকাশ। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোম প্রকাশ পৌরহিত্যে রাজ্য অতিথিশালায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর পূর্বাঞ্চলে শিল্প ক্ষেত্রে চলা বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গুলি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। এই পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করেন শিল্প বাণিজ্য দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী  সোম প্রকাশ।

একই সঙ্গে রাজ্যের চা শিল্পের উপর পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্য আধিকারিকেরা। পর্যালোচনা বৈঠক শেষে শিল্প বাণিজ্য দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী  সোম প্রকাশ বলেন নতুন শিল্প নীতি কার্যকর করার জন্য। এতে করে শিল্প ক্ষেত্রের উন্নতি ঘটবে। তবে শিল্প ক্ষেত্রের বিকাশে খুশি তিনি। আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা যাতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে যান। সেখানে গিয়ে কাজের পর্যালোচনার পাশাপাশি সমস্যা গুলি চিহ্নিত করে তা নিরসনে উদ্যোগ নেন। সেই মোতাবেক তাঁর রাজ্য সফর বলে জানান তিনি। রাজ্যের চা শিল্পের সম্ভবনার বিষয়ে অবগত হন কেন্দ্রীয় মন্ত্রী সোম প্রকাশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য