স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ অভিভাবক মহলের। মঙ্গলবার নার্সারিতে পাঠরত একটি ছাত্র প্রাকৃতিক কাজ করায় ঘন্টার পর ঘন্টা স্কুলের বাইরে মাঠে ঘোরাফেরা করতে হয়েছে। শিশুটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিতে স্কুলে ছিল না কোন আইয়া। অভিভাবক ছুটে এসে দেখতে পায় শিশুটি মাঠে ছুটাছুটি করছে।
ফলে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় স্কুলে সুরক্ষিত নয় ছাত্র-ছাত্রীরা। সঠিকভাবে ছাত্র-ছাত্রীদের দেখাশোনা করে না স্কুল কর্তৃপক্ষ। অবশেষে মঙ্গলবার স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়। অভিভাবকদের কাছ থেকে জানা যায় এদিন নার্সারি এক ছাত্র প্রাকৃতিক কাজ করার পর স্কুলের বাইরে মাঠে ঘোরাফেরা করছিল। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তখন স্টাফ রুমে বসে গল্পে মগ্ন ছিল। স্কুলের বাইরে ছাত্রটি ঘোরাফেরা করতে দেখে কোন শিক্ষক-শিক্ষিকা ছাত্রটিকে স্কুলে প্রবেশ করাতে উদ্যোগ নেয়নি।
এ বিষয়ে স্কুলের শিক্ষিকাদের জিজ্ঞাসা করলে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় তাদের কোন দায়িত্ব নেই। এমনকি স্কুল চলাকালীন সময়ে মূল ফটক পর্যন্ত খোলা থাকে বলে অভিযোগ অভিভাবকদের। অভিভাবকদের আরো অভিযোগ, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলতে চাইলে কোন শিক্ষক শিক্ষিকা তাদের সাথে কথা বলেন না। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে। অভিভাবকরা দাবি জানায় অবিলম্বে যাতে স্কুলে আইয়া নিয়োগ করা হয়। পাশাপাশি স্কুলে যাতে ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকে সেদিকে নজর দেয় শিক্ষা দপ্তর। আর কোন ছাত্র-ছাত্রীর যদি অঘটন ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।