Friday, April 19, 2024
বাড়িরাজ্যপ্রশাসনিক কাজকর্ম সম্পর্কে প্রত্যান্ত এলাকার ছাত্রীদের অবগত করতে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ

প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে প্রত্যান্ত এলাকার ছাত্রীদের অবগত করতে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : পশ্চিম জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অধিকর্তার কার্যালয়ে প্রত্যন্ত এলাকার ছাত্রীদের জেলাস্তরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলিতে এনে তাদের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে অবগত করতে বিশেষ উদ্যোগে নেওয়া হয়। যাতে তাদের প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত অবগত করা যায়। সেই সঙ্গে গোটা পক্রিয়াটি হাতে কলমে দেখার সুযোগ পান ছাত্রিরা।

 এই শিক্ষা মূলক ভ্রমণ শেষে ফিরে গিয়ে তারা  প্রশাসনিক গুরুত্ব পূর্ণ প্রতিষ্ঠান গুলির কাজকর্ম সম্পর্কে অন্যদেরও অবগত করতে পারবেন। স্কুল স্তর থেকে ছাত্রীদের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অবগত করা সম্ভব হলে তা আগামী দিনের জন্য সহায়ক হবে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। সোমবার জেলা শাসকের কনফারেন্স হলে  এই শিক্ষা মূলক ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন সরকারী প্রকল্প গুলির বাস্তবায়ন কিভাবে ঘটানো হচ্ছে সেই সম্পর্কেও তাদের একটা সম্যক ধারনা জন্মাবে। এতে সমাজ উপকৃত হবে। এদিনের শিক্ষা মূলক ভ্রমণে দুটি স্কুলের ছাত্রীরা অংশ নেয়। জেলা শাসকের কনফারেন্স হলে ছাত্রীদের নিয়ে আলোচনা সভায় জেলা শাসক ছারাও ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক, শিক্ষা অধিকর্তা চান্দ্রেয়ী চান্দ্রন সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য