স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : বিদ্যাজ্যোতি প্রকল্পে হতাশ ছাত্র ছাত্রীরা। ভর্তি হতে পারছে না স্কুলে। শেষ পর্যন্ত রাস্তা অবরোধে শামিল হয় ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করা, শিক্ষক স্বল্পতা দূর করা, পরিশ্রুত পানীয় জল, পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা করা, বাথরুম ও আসবাবপত্রের দাবিতে দাবিতে কদমতলা-রানীবাড়ি ভায়া তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করে সোমবার। এদিন সকাল ছয়টা থেকে কদমতলা-রানিবাড়ি সড়কের তারকপুর মোটর স্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ।
ছাত্র-ছাত্রীরা জানায় যাতে স্কুলে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পায় ছাত্র-ছাত্রীরা, সে ব্যবস্থা করা। বর্তমানে কদমতলা বিদ্যালয় রাজ্যের শিক্ষা দপ্তরের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় চলে যাওয়ায় সেখানেও তাদের সুযোগ হচ্ছে না। তাই তাদের প্রায় ১০-১২ কিলোমিটার দূরত্বের চুরাইবাড়ি অথবা ফুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি হতে হয়। আবার কেউ কেউ সেই সব স্কুলেও ভর্তি হতে পারছে না। তাতে ওই এলাকার ছাত্রছাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে মাধ্যমিক বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরিণত করার দাবি নিয়ে তাদের এই রাস্তা অবরোধ। তাছাড়াও অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষক স্বল্পতা, পরিশ্রুত পানীয় জল, পর্যাপ্ত ক্লাস, বাথরুম ও আসবাবপত্র ইত্যাদি ব্যবস্থা করা। পৌনে একটা নাগাদ কদমতলা থেকে স্কুল ইন্সপেক্টর সুধাংশু শেখর পাল ঘটনাস্থলে ছুটে যান। তবে আন্দোলনরত ছাত্ররা মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নয়। তারা স্কুল ইন্সপেক্টরকে জানিয়ে দেয় ইতিমধ্য তাদের দাবি মোতাবেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না করা হলে তারা অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধে বসবে।