স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : সোমবার রাত আনুমানিক আমবাসা বেত বাগান স্থিত নাকা পয়েন্টে গাড়িতে তল্লাশি চালানোর সময় এন এল-০২-এএ-০০৭৮ নম্বরের একটি কন্টেইনার গাড়ি থেকে ৭৫১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে আমবাসা থানার পুলিশ। যার বাজার মূল্য ৭০ লক্ষাধিক টাকা।
সেই সাথে আটক করা হয় গাড়ির চালককে। গাড়ি চালকের বাড়ি গাজিয়াবাদে বলে জানা যায়। মহকুমা পুলিশ আধিকারিক জানান পুলিশ গোপন সূত্রে খবর ছিল, সেই অনুযায়ী নাকা পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্ট অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। এই ধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে। ধৃতকে গাড়ি চালককে পুলিশ রিমান্ড চেয়ে ধলাই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানায়।