স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : প্রাণ বাঁচাতে রক্তাক্ত যুবক হাজির হলো রাধা কিশোর পুর থানায়। রক্তাক্ত যুবকের নাম দেবু দাস। তাকে দুর্বৃত্তরা উদয়পুর মহকুমা গোকুলপুর ঝুলন্ত ব্রিজ এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
জানা যায়, সোমবার গকুলপুর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবককে দিন দুপুরে ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। শেষ পর্যন্ত যুবকটি রক্তাক্ত অবস্থায় দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বেঁচে রাধাকিশোরপুর থানা এসে উপস্থিত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা থানা থেকে উদ্ধার করে যুবককে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। আর কে পুর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু দিন দুপুরে শহরে এ ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি কারনে এই ঘটনাটি সংগঠিত হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে। কিন্তু খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।