স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : করবুক মহকুমা এইছামা থেকে হলিক্রস স্কুল, বাইয়া ডেপ্পাছড়া, বৌদ্ধ মন্দির পর্যন্ত রাস্তার বেহাল দশা। খানাখন্দে পরিণত হয়ে আছে। দপ্তরের আধিকারী থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিদের কাছে বহুবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কর্ণপাত করছে না কেউ। অবশেষে নতুন বাজার থানাধীন তৈশামা এলাকায় জনজাতি মহিলারা হাতে প্লে কার্ড নিয়ে পথ অবরোধে শামিল হয়।
সোমবার সকালে পশ্চিম একছড়ি, উত্তর একছড়ি এবং পোয়াংবাড়ি তিনটি ভিলেজের প্রায় কয়েক শতাধিক গ্রামবাসী পথ অবরোধ করে। পথ অবরোধের ফলে রাস্তা দু ধারে আটকে পড়ে বহু যানবাহন। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নতুন বাজার থানার পুলিশ। করবুক মহকুমা প্রশাসনের ডিসিএম এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বললেও তারা তাদের আন্দোলন প্রত্যাহার করতে নারাজ। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য তৈশামা থেকে জনক পারা পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে।এবং তাদের দাবি করবুক এস ডি এম বা পূর্ত দপ্তরের এস ডি ও এসে প্রতিশ্রুতি দিতে হবে না হলে এই পথ অবরোধ জারি থাকবে বলে জানান অবরোধকারীরা। দীর্ঘখন পথ অবরোধ চলার পর পূর্ত দপ্তরের এস ডি ও এসে তাদেরকে প্রতিশ্রুতি দেন। পরবর্তী সময় এলাকাবাসী আশ্বাস পেয়ে পথ অবরোধটি তুলে নেয়। এলাকাবাসীরা জানান তাদের দাবি যদি না মানা হয়, তাহলে তারা আরো বৃহতর আন্দোলনে নামবে।