স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : দলীয় সভায় যাওয়ার সময় পাতাল কন্যাকে আবারো গো ব্যাক স্লোগান দিয়ে মাঝ রাস্তায় আটকে দিল ক্ষুদ্ধ জনতা।ঘটনা আনন্দবাজার সুভাষ নগর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। জানা যায়, সোমবার আনন্দবাজার বিজেপি’র এক সভা ছিল। সভায় যোগ দিতে যাওয়ার পথে সুভাষ নগর এলাকায় জনজাতি মহিলারা কালো পতাকা নিয়ে রাস্তা দেয় পাতাল কন্যার। এলাকার মহিলারা এদিন স্লোগান তুলে প্রতিশ্রুতি পালন না করায় তারা আর পাতাল কন্যাকে নেতৃত্ব হিসেবে দেখতে চায় না।
শেষ পর্যন্ত রাস্তা ছাড়েননি জনজাতি মহিলারা। শেষ পর্যন্ত রাস্তা আটকে গো ব্যাক স্লোগান দিয়ে গাড়ি ঘেরাও করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ আধা সামরিক বাহিনী। কোনক্রমে ঘটনাস্থল থেকে পাঠায় পাতাল কন্যাকে। সূত্রের খবর দুয়ারে ভিলেজ কমিটি নির্বাচন। শাসকদল বিজেপি ইতিমধ্যে পাহাড়ে ঝাপাতে হাতিয়ার হিসেবে পাতাল কন্যাকে ব্যবহার করতে চাইছে। কিন্তু সফলতা কতটা আসবে সেটা সময় বলবে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, টি এস আর সহ আধা সামরিক বাহিনী।