Thursday, March 28, 2024
বাড়িরাজ্যমন্ত্রী হাত ধরে যোগদান বিজেপি'তে, হতাশ মথা এবং সি পি আই এম

মন্ত্রী হাত ধরে যোগদান বিজেপি’তে, হতাশ মথা এবং সি পি আই এম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : দুয়ারে ভিলেজ কমিটির নির্বাচন। ইতিমধ্যে জনজাতি ভোটাররা ভারতীয় জনতা পার্টিতে শামিল হতে শুরু করেছে। মন্ত্রী হাত ধরে সোমবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সাড়ে আট শতাধিক জনজাতি ভোটার বিভিন্ন রাজনৈতিক দলের ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 তিনি জানান, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ৬ টি ভিলেজ কমিটির ৩৬৩ টি পরিবারের ৮৬০ জন জনজাতি ভোটার সিপিআইএম, তিপ্রা মথা, আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ -এর উপর আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে তারা। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার শপথ নিয়ে বিজেপি সরকার এগুচ্ছে। সেদিকে নজর দিয়ে জনজাতি অংশের মানুষ বিজেপিকে একমাত্র রাজনৈতিক পার্টি হিসেবে বেছে নিচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান, জনজাতি অংশের আরো বহু ভোটার আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে রয়েছে। এদিনের যোগদান সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য