স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : মাদ্রাসাগুলির উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সম্প্রতি কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক থেকে মাদ্রাসাগুলির উন্নয়নের জন্য ১ কোটি ১৪ লক্ষ ৯০ হাজার ৫৯৩ টাকা মঞ্জুরি দেওয়া হয়েছে। রাজ্যের ১২৯ টি মাদ্রাসার জন্য এই অর্থ ধার্য করা হয়েছে। রাজ্যের ২৬ টি আই এস অফিসে এই টাকা পৌঁছে গেছে। বিভিন্ন আই এস গুলিতে পরিমাণ মত অর্থ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে মাদ্রাসা গুলিতে কম্পিউটার প্রদান, হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য সামগ্রী প্রদান, খেলাধূলার সামগ্রী, ডাইনিং কক্ষ নির্মাণ করার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম। আগামী দিনে মাদ্রাসা ছাত্র ছাত্রীদের উন্নয়নের জন্য যে অর্থ কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক প্রদান করেছে তার জন্য ধন্যবাদ জানান তিনি। বিজেপি সরকার সবার জন্য কাজ করছে। তার প্রতিফলন এর মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে বলে জানান তিনি।