স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : ডিডরাইটার ও ত্রিপুরা বার এসোসিয়েশন যৌথ ভাবে এই সাংবাদিক সম্মেলন করছে। মূলত নতুন সিস্টেমের মাধ্যমে প্রতিদিন ৪৮ টি দলিল করা যায়। কিন্তু সিস্টেট খোলার পরেই দেখা যাচ্ছে এই এগুলি বুকিং হয়ে যাচ্ছে। যাতে করে ডিডরাইটার ও আইনজীবীরা সমস্যায় পড়ছেন। কোর্ট চত্বরে কিছু অসাধু ব্যক্তি স্লট কিনে চড়া দামে বিক্রি করছেন।
এই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু সদুত্তর মেলেনি। সদরে মাত্র ৪৮ টি দলিল করা খুব সহজ নয়। আগে ১০০-র মত দলিল হত। এই সিস্টেমের ফলে অসাধু ব্যক্তিরা সুযোগ নিয়ে বাকা পথে অর্থ উপার্জন করে এই স্লট বিক্রি করছেন। সোমবার ত্রিপুরা বার এসোসিয়েশনের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে করে এ কথা জানান ত্রিপুরা বার এসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু। তিনি জানান অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।