Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যকংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে : সুশান্ত

কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : বিগত ২৫ বছরের কমিউনিস্ট শাসনের সময় একদিনও রাষ্ট্রপতি শাসন চাইতে দিল্লী যাননি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এখন বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার জন্য রাষ্ট্রপতি শাসন দাবি করলেন তিনি। সোমবার বিজেপি -র প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এটা বিজেপি দলে থাকা কালীন সময়েও করেছেন তিনি। কংগ্রেস দলের কাছে রাষ্ট্রপতি শাসন নতুন কিছু নয়। এর আগে ১৯৯৩ সালে রাষ্ট্রপতি শাসন দিয়ে এই রাজ্যকে সি পি আই এম -র হাতে উপঢৌকন হিসাবে তুলে দিয়েছিল কংগ্রেস। তিনি বলেন, বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিরোধী দলগুলি ঘোলা জলে মাছ ধরতে সচেষ্ট হচ্ছে।

তার প্রতিফলন কংগ্রেস দলের নেতাদের এ আই সি সি-র সদর দপ্তর দিল্লীতে গিয়ে সাংবাদিক সম্মেলন করা। ত্রিপুরা সম্পর্কে নেতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে কংগ্রেস দলের মাধ্যমে। রাজ্যে গনতন্ত্র নেই, একনায়ক তন্ত্র চলছে এবং রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করার সমস্ত চেষ্টা করেন কংগ্রেস নেতারা। তিনি আরও রাষ্ট্রপতি শাসন ও কংগ্রেস দল একে অপরের পরিপূরক। বাকা পথে কমিউনিস্টদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে কংগ্রেস।  যারা রাজ্যে এতদিন রাজনীতি করেছে তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে দিল্লীতে বসে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রপতি শাসন দাবি করলেন । একই সঙ্গে বিজেপি সরকারকে কালিমালিপ্ত করলেন । এই ক্ষেত্রে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের সমর্থন করে কথা বলেন। কিন্তু কংগ্রেস দল ভুলে গেছে এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

কোন ভাবেই তাদের বাকে পথে ক্ষমতাসীন করার কৌশল সফল হবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। কংগ্রেসকে শিখন্ডী বানিয়ে কমিউনিস্ট ক্ষমতায় আশার স্বপ্ন দেখছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। কংগ্রেস ও কমিউনিস্টদের এই দিবা স্বপ্ন সফল হবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তাদের আঁতাতকে জাবাব দিয়েছে। ঠিক তেমনি ভাবে এই রাজ্যের মানুষ তাদের জবাব দেওয়ার জন্য মুখীয়ে আছে বলে জানান তিনি। সদ্য উপনির্বাচনের ফলাফল হতাশা জনক কংগ্রেস ও কমিউনিস্টদের জন্য। তাই নতুন খেলা শুরু করেছে তারা। রাজ্যবাসীর কাছে আহ্বান জানান এই চমকপ্রদ রাজনীতিতে বিভ্রান্ত না হতে। আগামী দিনে রাজ্যের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলে জানান তিনি। এই চেষ্টার নিন্দা ও ধিক্কার জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সমবেদনা আদায়ের রাজনীতি মানুষ গ্রহণ করবে না। অন্যান্য রাজ্যে যেভাবে বিজেপি সরকারের বিজয় রথ এগিয়ে চলেছে ঠিক তেমনি ভাবে এই রাজ্যে দ্বিতীয় বারের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য