উদয়পুর (ত্রিপুরা), ২২ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়িতে পুননির্মিত ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করলেন। উন্নত মন্দির প্রাঙ্গণ উন্মোচনের পর প্রধানমন্ত্রী পবিত্র মন্দিরে পূজা করেন।
অরুণাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এরপর প্রধানমন্ত্রী গোমতী জেলার পালাটানার ওটিপিসি হেলিপ্যাডে যান। সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে স্বাগত জানান। পালাটানা থেকে সড়কপথে মন্দিরে যাওয়ার সময় হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মাতাবাড়িতে সাংসদ বিপ্লব কুমার দেব, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রায় ৫২.৪ কোটি টাকা ব্যয়ে ‘প্রসাদ’ (তীর্থযাত্রা পুনর্জাগরণ ও আধ্যাত্মিক ঐতিহ্য বৃদ্ধি অভিযান) প্রকল্পের আওতায় সম্পন্ন হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের পুনর্নির্মাণ। এর মধ্যে ১৭ কোটি টাকা দিয়েছে ত্রিপুরা সরকার।
এদিন উদয়পুরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর এবং বিস্তৃত ছিল। পর্যাপ্ত সংখ্যক রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বিশেষ ইউনিটের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। ট্রাফিক বিধিনিষেধ, স্থানীয় প্রতিষ্ঠানের সময়সূচী পরিবর্তন এবং আগরতলা-উদয়পুর রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজার হাজার মানুষ এবং পর্যটক জড়ো হয়েছিলেন মন্দির চত্বরে। অনেকেই গর্ব এবং শ্রদ্ধা প্রকাশ করে বলেন, যে সংস্কারগুলি করা হয়েছে তা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ সংরক্ষণ করেছে। স্থানীয়রা মনে করছেন, সংস্কারকৃত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরার অভ্যন্তরে এবং দেশ বিদেশের আধ্যাত্মিক পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে।

