স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : গভীর রাতে নেশা গ্রস্থ অবস্থায় এক পাষন্ড পিতা তার শিশু কন্যাকে রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ার সময় আটক। ঘটনা রবিবার রাতে আনুমানিক বারোটা নাগাদ ধর্মনগর থানাধীন দূর্গাপুর এলাকায়। পরে চাইল্ড লাইনের কর্মীরা শিশু কন্যাটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করতে নিয়ে যায়। চিকিৎসার পর শিশুটিকে মা’র হাতে তুলে দেয়।
এই বিষয়ে দূর্গাপুর এলাকায় খবর নিয়ে জানা যায় এলাকার কিছু যুবকরা বাচ্চাটিকে রাস্তা ফেলে পালিয়ে যেতে দেখে তারা দৌড়ে যুবকটি কে আটক করে। বাচ্চা চোর সন্দেহে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। খবর দেওয়া হয় চাইল্ড লাইন কর্মীদের। পুলিশ যুবকটিকে থানা এনে জিজ্ঞাসাবাদ করলে যুবকটি পুলিশকে জানায় শিশু কন্যাটি তারই সন্তান, তার নাম রাজু বিশ্বাষ, বাড়ি চুড়াইবাড়ি থানার অন্তর্গত শনিছড়া এলাকায়। তার শশুর বাড়ি রয়েছে ধর্মনগর পদ্মপুর এলাকায়। রবিবার তার স্ত্রী এবং ১ বছর বয়সী শিশু কন্যাটিকে নিয়ে সে শশুর বাড়িতে আসে। কিন্তু শশুর বাড়িতে তাদের কিছু পারিবারিক সমস্যা নিয়ে বাকবিতণ্ডা হয়। তাই রাজু বিশ্বাস তার শিশু কন্যাটিকে নিয়ে তার শশুর বাড়ি থেকে রাত ৯ টা নাগাদ বেড়িয়ে যায়, তারপর কি হয় সেই সম্পর্কে আর কিছু বলেনি সে। পুলিশের ধারনা রাজু তার শশুর বাড়ি থেকে বাচ্চাটিকে নিয়ে বের হয় অতিরিক্ত মদ্যপান করে তার জেরেই শিশু কন্যাটিকে মাটিতে ফেলে চলে যাওয়ার চেষ্টা করে।