স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন এখন থেকে প্রতিবছর সমগ্র দেশে ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হবে। সেই মোতাবেক সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে এই দিন বিরসা মুন্ডার জন্মদিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি কার্যালয়ের অফিস সম্পাদক সমরেন্দ্র দেব, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে এদিন প্রয়াত বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রদেশ বিজেপির অফিস সম্পাদক সমরেন্দ্র দেব এক সাক্ষাৎকারে জানান প্রদেশ বিজেপি কার্যালয়ে বিরসা মুন্ডার ১৪৬ তম জন্মদিন পালন করা হয়েছে। বিরসা মুন্ডার একটা অতীত ইতিহাস রয়েছে। তাই সমগ্র দেশের সাথে প্রদেশ বিজেপি কার্যালয়েও দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ছত্তিশগড় রাজ্যে জন্মগ্রহণ করেন বিরসা মুন্ডা। পরবর্তী সময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সকল অংশের জনজাতির একত্রিত করে তিনি এই বিদ্রোহে শামিল করেন। বিরসা মুন্ডার দাবি ছিল জনজাতিদের মাটি ও জঙ্গলের অধিকার সুরক্ষিত করতে হবে। এই আন্দোলন করতে গিয়ে তিনি ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময়ে ব্রিটিশদের জেলখানায় ওনার মৃত্যু হয় মাত্র ২৫ বছর বয়সে। বিরসা মুন্ডা যে চিন্তা ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলন করেছিলেন পরবর্তী সময় ভারতবর্ষে তা বাস্তবে রূপ পায়। বর্তমানে জনজাতিদের জমির অধিকার সুরক্ষিত হয়েছে।