স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : রাজ্যে উচ্চশিক্ষায় পাঠরত জনজাতি বহু ছাত্র-ছাত্রী চলতি বছরের স্কলারশিপ এখনো পায়নি। বহুবার জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখিন হয়ে দাবি জানালেও দপ্তরের তালবাহানা মিলছে না তাদের স্কলারশিপ। অবশেষে সংশ্লিষ্ট দপ্তরের তাল বাহানা বন্ধ করতে সোমবার দপ্তর আধিকারিকের সাথে দেখা করতে গেলেন তিপরা পার্টির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি দপ্তর আধিকারিক সাথে দেখা করে ছাত্র-ছাত্রীদের সমস্যা চলতি সপ্তাহের মধ্যে সমাধান করার দাবি জানান। পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২ হাজার জনজাতি ছাত্র-ছাত্রী স্কলার্শিপ পায়নি।
ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক ড. বিশাল কুমারের সাথে দেখা করতে আসেন। বিশাল কুমার গ্যারান্টি দিয়ে জানিয়েছেন চলতি সপ্তাহের মধ্যেই ২ হাজার ছাত্রছাত্রীর স্কলারশিপ প্রদান করা হবে। এছাড়াও বহু ছাত্র-ছাত্রী পুরো স্কলারশিপের টাকা পায়নি। তাদের বিষয়ক দপ্তরের আধিকারিককে বলা হয়েছে। দপ্তরে আধিকারিক জানিয়েছেন হয়তোবা সিস্টেমের সমস্যার জন্য বহু ছাত্র-ছাত্রী পুরো টাকা পায় নি। চলতি মাসের মধ্যে তাদের সমস্যার সমাধান করা হবে। এবং যারা বহিঃরাজ্যে রয়েছে কিন্তু স্কলারশিপের সমস্যা হয়েছে তারাও দপ্তরে ই-মেইলে অভিযোগ জানাতে পারে। এধরনের আশ্বাস পেয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করা হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে আগামী সপ্তাহে তিনি পুনরায় দপ্তরে আধিকারিকের কাছে আসবেন বলে জানান। আরো বলেন, চলতি বছর স্কলারশিপের জন্য ২৬ হাজার ছাত্র-ছাত্রী সুবিধা গ্রহণ করতে দপ্তরে ফর্ম পূরণ করেছে। আগামী বছর তা বৃদ্ধি করে ৫০ হাজার ছাত্রছাত্রীর কাছ থেকে ফর্ম পূরণ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পাশে থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।