Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবিজেপি নেতার বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ

বিজেপি নেতার বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট :  মঙ্গল দেববর্মার গাড়ি থেকে উদ্ধার গাঁজা বলে অভিযোগ। জানা যায়, রবিবার রাতে কমলপুর থানার মানিক ভান্ডার খোয়াই ২০৮ নং জাতীয় সড়কে শ্রীরামপুর এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে গাঁজা বোঝাই TR01 AG 1717 নাম্বারের গাড়ি। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে জেতে সক্ষম হয় গাড়ীর চালক । জানা যায় রবিবার রাতে কমলপুর থানার শ্রী রামপুর এডিসি ভিলেজ এলাকার জনজাতি যুবকদের কাছে খবর ছিল মঙ্গল দেববর্মা গাঁজা ভর্তি গাড়ি নিয়ে সিধাই মোহনপুর থেকে কমলপুর হয়ে ধর্মনগরে যাবে। 

 গাঁজার গাড়ীর আগে মঙ্গল দেববর্মার একটি অন্য গাড়ী থাকবে। জনজাতি যুবকরা প্রস্তুত হতে না হতেই গাঁজার গাড়ীটি নাকা চেকিংয়ে যুক্ত থাকা পুলিশের হাতে ধরা পড়ে। এরপর জনজাতি যুবকরা এসে পুলিশকে ধমকাতে থাকে কর্মরত  অবস্থায় থাকার পরও কেন গাড়ীর চালক ও গাঁজার মালিক পালিয়ে যায়। এখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমলপুর  মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, কমলপুর থানার ওসি সমরেশ দাস সহ বিশাল পুলিশ বাহিনী।  দেখা দেয় উত্তেজনা। পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ তাদের শান্ত করার চেষ্টা করলেও জনজাতি যুবকরা শান্ত হতে চায়নি।  বরং পুলিশ আধিকারিক ও ওসি সহ পুলিশ বাহিনীর সামনেই এলাকার জনজাতিরা  গাড়ি থেকে গাঁজা বের করে রাস্তায় নামিয়ে আনে। মহকুমা পুলিশ আধিকারিক চেয়েছিলেন গাঁজার প্যাকেট সহ গাড়িটি থানায় নিয়ে যাবে এবং থানায় গাঁজা পেকেট গুলি ওজন করা হবে। কিন্তু, এলাকার জনজাতি যুবরা বাঁধা দেয়।

গাঁজার পেকেট গুলি আটক কৃত স্থানে ওজন করার দাবি জানায়। একই সঙ্গে গাঁজার মালিক মঙ্গল দেববর্মাকে গ্রেপ্তারেরও দাবি জানায়।  পুলিশ বাধ্য হয়ে আটককৃত এলাকায় ৩৯টি গাঁজার পেকেট ওজন দিয়ে দেখেন ৩৯০ কেজি গাঁজা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকার  অধিক। এরপরও পুলিশকে বাধা দেওয়া হয় আটক কৃত গাঁজা সহ গাড়িটি  থানায় নিয়ে যেতে। শুরু হয় পুলিশ ও জনজাতিদের মধ্যে বাক যুদ্ধ।  রাতে আমবাসা থেকে ঘটনাস্থলে  আনা হয় সিআরপিএফ বাহিনী। পরে দূর্গা চৌমুহনী এলাকা থেকে মঙ্গল দেববর্মাকে গ্রেপ্তার করা হয়। এখবর জানার পর জনজাতি যুবকরা গাড়ী সমেত গাঁজার পেকেট গুলি থানায় নিয়ে যাওয়ার জন্য ছেড়ে দেয়। পরে যদিও মঙ্গল দেববর্মাকে কমলপুর থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য