স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ নিগমের অফিসের তালা ভেঙে ব্যাপক ভাংচুর চালায় শাসক দলের প্রধানের ছেলে টিটন দেবনাথের নেতৃত্বে দুর্বৃত্তরা বলে অভিযোগ। ঘটনা মধুপুর বিদ্যুৎ নিগম অফিসে। ঘটনার সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকার কারণে এই তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যুৎ নিগমের অফিসে তালা ভেঙে ভেতরের প্রবেশ করে বিভিন্ন সরকারি মূল্যবান সামগ্রী ভেঙ্গে চুরমার করে দেয়।
এমনকি বিভিন্ন সরকারি নথিপত্র ছিড়ে ফেলে। আর এই ঘটনাটি সংগঠিত হয়েছে প্রধানের ছেলে টুটুল দেবনাথের নেতৃত্বে। অন্যদিকে বিদ্যুৎ কর্মীদের বক্তব্য বিদ্যুৎ নষ্ট থাকায় চলছিল মেরামতের কাজ। বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়েছিল। কিন্তু তারপরও রাতের বেলা এ ধরনের হামলার ঘটনা সংগঠিত করেছে। ঘটনার পর বিদ্যুৎ নিগমের কর্মীরা মধুপুর থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সূত্রের খবর বিষয়টি ধাপা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এলাকাবাসীর দাবি সরকারি সম্পত্তি এভাবে নষ্ট করার দায়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করে। না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায় এলাকাবাসী।