স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : আগামী ২৩ আগস্ট এডিসি দিবস উপলক্ষে রাজ্যপালের উদ্দেশ্যে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের সবকটি মহাকুমার শাসক মারফত রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। এবং দ্রুত গ্রেটার তিপরাল্যান্ডের দাবি বাস্তবায়ন করতে অনুরোধ জানানো হবে। এদিন সকাল ১১ টায় আন্দোলন করে প্রত্যেক মহকুমা শাসকের কাছে গিয়ে দাবি সনদটি জমা দেওয়া হবে। শনিবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন।
তিনি জানান জনজাতিদের দাবি ফিরিয়ে দিতে এই আন্দোলন এবং ডেপুটেশন রাজ্যপালের কাছে মহকুমা শাসক মারফত প্রদান করা হবে। আগামী সেপ্টেম্বর মাসের তিপ্রা মথার কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে সরাসরি রাজ্যপালের কাছে এই ডেপুটেশন প্রদান করা হবে। দলের প্রধান ফোকাস গ্রেটার তিপরাল্যান্ড। আর সেটা বাস্তবায়ন করা ছাড়া আর কোন লক্ষ্য নেই বলে এদিন জানিয়ে দেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি আরো বলেন এটা কোন সাম্প্রদায়িক দাবি নয়। এটা সাংবিধানিক দাবি। ১৯৪৯ সালে এই ক্ষমতা হারিয়ে দীর্ঘ ৭০ বছরে জনজাতি অংশের মানুষ শুধু বঞ্চনার শিকার হয়েছে। তাই সাংবিধানিক অধিকার ফিরে পেতে দলে এই ফোকাস এবং জনজাতিরা ন্যায়া চায় বলে জানান প্রদ্যুৎ। পাশাপাশি এদিন আই পি এফ টি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন তারা বছরে একদিন তিপরাল্যান্ডের দাবি করে। কিন্তু তিপ্রা মথা বছরে ৩৬৫ দিনই এই দাবি সরকারের কাছে করে আসছে। আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিপ্রা মথা চুপ হয়ে বসবে না বলে জানান শ্রী দেববর্মণ। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।