স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : ইন্ড্রাসট্রিয়াল সামিটে ৩ হাজারের কাছাকাছি অর্থ বিনিয়োগ করার জন্য ৮১ টি মৌ স্বাক্ষর হয়। ইতিমধ্যে ৩১৩ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। শিল্প ও বানিজ্য দপ্তর এই ক্ষেত্রে পর্যালোচনা করে কোন কোন ক্ষেত্রে শিল্পদ্যোগীরা বেশী আগ্রহী তা দেখবে। সেই অনুযায়ী রূপরেখা তৈরি করবে। শনিবার মহাকরণে বোধজংনগর শিল্প নগরী সম্পর্কে বিস্তারিত খতিয়ান তুলে ধরতে গিয়ে এই কথা জানান সচিব অভিষেক চন্দ্র। তিনি আরও জানান বর্তমানে শিল্প নগরীতে ২৭৬৮ জন শ্রমিক কাজ করছেন।
১২৪ টি কারখানার মধ্যে ৬৯ টি কারখানা চালু রয়েছে। ১৪ টি কারখানার নির্মাণ কাজ চলছে। রাজ্যের সাফল্যের অন্যতম মাধ্যম হচ্ছে শিল্প। এই ক্ষেত্রে শিল্পের বিকাশ ঘটা আবশ্যক। মুখ্যমন্ত্রী পরিদর্শন শেষে নির্দেশ দিয়েছেন কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি করার। একই সঙ্গে কোন বিষয় থাকলে তা মুখ্যমন্ত্রীর নজরে নেওয়ার জন্য বলেছেন। সি আর পি এফ –কে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু তাদের বলা হয়েছে শিল্প নগরীতে পেট্রোলিং করার জন্য। এতে সমস্যা অনেকটাই কমবে। ১২ টি এফ আই আর- হয়েছে। এই ঘটনাগুলি সম্পর্কে মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের মহানির্দেশকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য। তিনটি গেইটে মাত্র ১৩ জন নিরাপত্তা রক্ষী রয়েছে। এই ক্ষেত্রে ১৬ জন নিরাপত্তা রক্ষীর প্রয়োজন বলে জানান শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্র।