Saturday, March 15, 2025
বাড়িরাজ্যসমগ্র শিক্ষার অশিক্ষক কর্মীদের গণ ডেপুটেশন শিক্ষা ভবনে

সমগ্র শিক্ষার অশিক্ষক কর্মীদের গণ ডেপুটেশন শিক্ষা ভবনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট :  শনিবার দুপুরে শিক্ষা ভবনের সামনে সমগ্র শিক্ষার অশিক্ষক কর্মীরা বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, সমগ্র শিক্ষার অশিক্ষক কর্মীদের নিয়মিতকরণ করা এবং সরকারি কর্মচারীদের মতো বেতন ভাতা প্রদানের দাবিতে ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নন টিচিং কমিটি পশ্চিম জেলার পক্ষ থেকে শিক্ষাভবনে গণ ডেপুটেশন প্রদান করা হয়। ২০১৭ সালে নিয়মিত করণের দাবিতে অনশন করা হয়। তখন বর্তমান সরকারের মন্ত্রীরা তাদের পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি প্রদান করে নিয়মিতকরন করার।

 কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রায় সাড়ে চার বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি পূরণ হয়নি। এমনটাই অভিযোগ তুলেন বিক্ষোভকারী অশিক্ষকরা। তাদের আরো অভিযোগ গত পাঁচ বছর ধরে তাদের কোন বেতন বৃদ্ধি হচ্ছে না। ২০১৭ সালে নভেম্বর মাসে শেষবার বেতন বৃদ্ধি হয়েছিল। তাই তাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। তারা আরো বলেন শিক্ষক এবং যারা কন্টাকচুয়াল কর্মী রয়েছেন, তাদের বেতন বৃদ্ধি পেলেও সমগ্র শিক্ষার অশিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না। তাই ডেপুটেশন প্রদান করা হচ্ছে। তারপরেও যদি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ার দেন। আরো বলেন কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলেও সকলে পজেটিভ আশ্বাস দিয়ে কাটিয়ে দিয়েছে। আশ্বাস আর পূরণ হয়নি। তাই এখন আর অপেক্ষা করবে না বলে জানিয়ে দেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য