স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিবস উপলক্ষে শনিবার সারাদিনব্যাপী সদভাবনা দিবস উদযাপন করা হয়। এই অঙ্গ হিসেবে এদিন সন্ধ্যায় প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে “রাজীব এক সংকল্প” মশাল মিছিল সংঘটিত করা হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়।
তিনি বলেন আধুনিক ভারতের রূপকার ছিলেন রাজীব গান্ধী। ভারতকে শক্তিশালী করতে তাঁর বড় অবদান ছিল। তিনি ডিজিটাল ইন্ডিয়ার সূচনা করেছিলেন। তাই যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটির পালন করা হয়। এদিন মশাল মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে।