স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : ২২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমবে। কারণ জি এস টি সংস্করণ হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি আরো বলেন, হেজামারায় বিজেপি আক্রান্তের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। যারা আক্রমণ করেছে তারা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন রেহাই পাবে না।
আরও দাবি করেন রাজ্যে আইনশৃঙ্খলা যাতে সব সময় নিয়ন্ত্রণে থাকে তার জন্য কাজ করছে সরকার। কিন্তু আইন শৃঙ্খলা অবনতি জন্য যারা চেষ্টা করবে বা হেজামারার ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। তারা যেই কেউ হোক না কেন বা যে কোন রাজনৈতিক দলের সমর্থকের হোক না কেন উপযুক্ত শাস্তি পেতে হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিজেপি -র কার্যকর্তাদের উপর আক্রমণ হলে ছাড়া হবে না। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য প্রভারী ডাক্তার রাজদীপ রায়।

