Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়নবরাত্রির শুরুতেই আত্মনির্ভরতায় পদক্ষেপ, দেশজুড়ে GST সাশ্রয় উৎসব শুরু, বার্তা মোদির

নবরাত্রির শুরুতেই আত্মনির্ভরতায় পদক্ষেপ, দেশজুড়ে GST সাশ্রয় উৎসব শুরু, বার্তা মোদির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ সেপ্টেম্বর ।। নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতার নতুন পদক্ষেপ। আগামিকাল থেকে দেশেজুড়ে GST সাশ্রয় উৎসব শুরু। মহিলা থেকে ব্যবসায়ী সকলে এর সুফল পাবেন। দশকের পর দশক ধরে আলাদা শুল্ক পদ্ধতিতে জর্জরিত ছিল দেশ। সব জায়গায় ট্যাক্সের আলাদা আলাদা নিয়ম ছিল। এবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে তরান্বিত করবে। রবিবার সন্ধ্যায় জিএসটির নতুন কাঠামো নিয়ে বার্তায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন মূলত জিএসটির সংশোধিত কাঠামোর কথা দেশবাসীকে জানালেন মোদি। এর ফলে কতখানি উপকৃত হবে গরিব ও মধ্যবিত্ত তাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “এখন থেকে শুধুমাত্র ৫ শতাংশ এবং ১৮ শতাংশ GST থাকবে।” এর ফলে বহু জিনিসের দাম কমে যাবে। জাতির উদ্দেশে ভাষণে মোদি জানান, দেশকে আত্মনির্ভর করতে সোমবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে। তিনি বলেন, “আগামিকাল থেকে দেশবাসীর সাশ্রয় উৎসব শুরু হবে। এর ফলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনেক পণ্য সস্তা হয়ে যাবে।”

প্রধানমন্ত্রী জানান, বেশ কিছু খাদ্যপণ্য, ওষুধ, সাবান, জীবনবিমা, স্বাস্থ্যবিমার দাম কমবে। এছাড়াও স্কুটি, বাইক, গাড়িও সস্তা হচ্ছে সংশোধিত জিএসটি কাঠামোতে। মোদি বলেন, অনেকগুলি পণ্য সম্পূর্ণ করমুক্ত হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে কর কমিয়ে পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, সময়ের দাবি মেনে, সব পক্ষের মতামত শুনে, নতুন প্রজন্মের জন্য নতুন জিএসটি কাঠামো উপহার দেওয়া হচ্ছে নবরাত্রিতে।

পাশাপাশি আরও একবার আত্মনির্ভরতার পাঠ দিলেন মোদি। স্বদেশি পণ্যের ব্যবহার আরও বৃদ্ধি করার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “দেশের স্বাধীনতা আন্দোলন যেমন স্বদেশি মন্ত্রে শক্তি পেয়েছে, তেমনই দেশের উন্নতিতেও স্বদেশি মন্ত্রই শক্তি জোগাবে।” বিদেশি পণ্যের ফাঁদ থেকে আমাদের মুক্ত হতে হবে, রবিবার বার্তা দিলেন মোদি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য