স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : রাবার বাগান থেকে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিলোনিয়া মহাকুমা জুড়ে। শনিবার সকালে বিলোনিয়া থানাধীন কাছারি এডিসি ভিলেজের রিয়াং পাড়া এলাকায় এক রাবার বাগান থেকে এই কঙ্কালটি উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটা ৩০ উর্ধ্ব কোন যুবকের কঙ্কাল হবে। নগ্ম অবস্থায় ছিল বলেও ধারণা। কঙ্কালের পাশ থেকে উদ্ধার একটি জিন্সের প্যান্ট, একটি ট্রাকসুট, একটি হাফপ্যান্ট ও বিস্কুটের প্যাকেট। উদ্ধার হওয়া কঙ্কালের এখনো সনাক্ত হয় নি বলে জানায় পুলিশ। এদিকে তদন্ত করতে ছুটে যায় ডগ স্কোয়াড সহ ফরেন্সিক টিম। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তবে এটা খুন নাকি আত্মহত্যা তা তদন্ত চলছে বলে জানায় পুলিশ।