Friday, March 29, 2024
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : রাস্তা সংস্কারের দাবিতে গন্ডাছড়া – আমবাসার পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয় গাড়ি চালকরা। দীর্ঘ সাড়ে তিন ঘন্টা অবরোধের পর মহকুমা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। যান চালকদের কাছ থেকে জানা যায়, গন্ডাছড়া থেকে আমবাসা পর্যন্ত প্রায় ৫৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার খানাখন্দে ব্যাপক ক্ষতি হচ্ছে যানবাহনের।

 গত এক বছর ধরে রাস্তাটির এই বেহাল দশার কারণে চলাচলের অযোগ্য হয়ে আছে। বিষয়টি পূর্ত দপ্তর এবং মহকুমা শাসককে বহুবার অবগত করে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়। কিন্তু গত কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেল কোন হেলদোল নেই রাস্তাটি সংস্কার করার। প্রশাসনের এ ধরনের উদাসীনতার কারণে একদিকে যান চালকরা যেমন তিতি বিরক্ত তেমনি পথচারীরাও দুর্ভোগের শিকার। কারণ রাস্তাটি দিয়ে এম্বুলেন্সে রোগী নিয়ে দ্রুতগতিতে যাতায়াত করতে পারছে না। এমনকি এই রাস্তাটি দিয়ে যেসব গাড়ি চলাচল করছে সেসব গাড়ি দ্রুত নষ্ট হয়ে পড়ছে। ফলে অবশেষে শনিবার সকাল সাতটা থেকে রাস্তাতে অবরোধ করে যান চালকরা। যান চালকদের বক্তব্য অবিলম্বে রাস্তাটি সংস্কার করার। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে মহকুমা প্রশাসনিক আধিকারিকরা। তাদের কাছ থেকে আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করে যান চালকরা। অবরোধকারী যান চালকদের বক্তব্য প্রশাসন যদি অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ না করে তাহলে তারা পুনরায় পথ অবরোধে বসবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য