Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যবিজেপি-র হাতে আক্রান্ত বিজেপি, থানায় মামলা

বিজেপি-র হাতে আক্রান্ত বিজেপি, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : এক সময় বাইক বাহিনী দ্বারা আক্রান্ত হত বিরোধী দলের সমর্থক। এখন শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে নিজ ঘরের কর্মী। নিয়ন্ত্রণ নেই দলের হাই কমান্ডের। এরই উদাহরণ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কসবার ঘটনা। এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত মহিলা সহ একাধিক। ঘটনার সূত্রপাত চেয়ার দখল নিয়ে। বিজেপি গোলাঘাটি মণ্ডলের দুই গোষ্ঠীর মধ্যে বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষ ঘটে। আক্রান্তদের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয় বিশালগড় থানায়।

গোলাঘাটির কসবা এলাকার ভিকি সাহা, উৎপল সাহা, সুজয় সাহা সহ একাধিক বিজেপি কর্মীরা অপর গোষ্ঠীর মিনাল সরকার সহ তার বাবা, মা, কাকা, কাকিমার উপর আক্রমণ করে। দুই গোষ্টির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় মহিলা সহ একাধিক বিজেপি কর্মী। রাতেই উভয় গোষ্ঠীর পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার কতটা সুষ্ঠু তদন্ত হয় সেটাই এখন দেখার বিষয়। নাকি সবটাই শাসক দলের চোখ রাঙ্গানিতে পুলিশ চুপ হয়ে যায়?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য