স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : শুক্রবার আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গনে বেসরকারি সংস্থায় নিয়োগের উদ্দেশ্যে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পদে মোট ৯৯ টি শূন্যপদ এদিন এই জব ফেয়ারের মাধ্যমে পূরণ করা হয়।
৭০০০ টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন ক্রমে এই শূন্য পদগুলিতে লোক নিয়োগ করা হয়। বায়োডাটা সহ প্রার্থীদের জন্মের প্রমাণ পত্র এবং আনুষঙ্গিক কাগজ পত্র ইন্টারভিউর সময় পরীক্ষা করার মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। কর্ম বিনিয়োগ দপ্তরের অধিকর্তা অসীম সাহা জানান, ৯৯ টি শূন্যপদের জন্য তিন শতাধিক প্রার্থী অংশগ্রহণ করেছেন। বীমা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থায় লোক নিয়োগ করার জন্য এদিন চাকরি মেলা হয়।

