স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : গত ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং এন আর এইচ এম যৌথ উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি গুলি প্রসঙ্গে। এবং আরবান এলাকায় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যাতে সেই কর্মসূচি গুলি জনসম্মুখে তুলে ধরে হেপাটাইটিস সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করে। সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানান মেয়র দীপক মজুমদার।
“হু” লক্ষ্য নিয়েছে ২০২৩ সালের মধ্যে হেপাটাইটিস মুক্ত বিশ্ব গড়ার। কারণ হেপাটাইটিসের কারণে মানুষ প্রাণ হারাচ্ছে। তাই এই রোগ নিরাময় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এই দিন জননী শিশু সুরক্ষা যোজনা, আয়ুষ্মান ভারত নিয়ে আলোচনা হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস , নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সি এম ও সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা।