স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : প্রতিবছরের ন্যায় এই বছরও ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৭১ তম জন্মাষ্টমী উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হয় জন্মাষ্টমী উৎসব। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এদিন শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের ৭১ তম জন্মাষ্টমী উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পূজা দেন মুখ্যমন্ত্রী।
শ্রীকৃষ্ণের আটটি লীলার প্রদর্শন করা হয় এবার। এই গুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা , জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ, উৎসব কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ সহ অন্যান্যরা। দুষ্টকে দমন করতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এই ধারাকে বজায় রেখে যাদব সমাজ গত ৭০ বছর ধরে জন্মস্টমী পালন করে আসছে । এদিন বিকালে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। শিশুদের মধ্যে হয় যেমন খুশী কৃষ্ণ সাজ প্রতিযোগিতা। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ঈশ্বরের ইচ্ছায় সকলের মঙ্গল হবে। সেই দিশাতেই সকলে সমবেত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।