স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : বৃহস্পতিবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। এইদিন পুরাতন মোটর স্ট্যান্ড এলাকা পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার এক সাক্ষাৎকারে জানান আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য পুর নিগমের পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় একটি মাল্টি স্টোরেজ পারকিং জোন করা হবে। তার জন্য প্রধানমন্ত্রী আগেই শিলান্যাশ করেছিলেন।
ইতিমধ্যে পারকিং জোন করার জন্য জায়গা ডিমারগেসান করা হয়ে গেছে। এইদিন জায়গাটি পরিদর্শন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে জায়গাটি ব্যারিকেড করা হবে। ২৫ আগস্টের মধ্যে জায়গাটি ব্যারিকেড করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে চলছে উন্নয়ন মুখী কাজ। একই সাথে নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এইদিন নিগমের মেয়রের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা।