স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হলো ধলাই জেলা হাসপাতালে ট্রমা সেন্টার, নিউট্রেশন রিহ্যাভিলিটেশন সেন্টার ও পেডিয়াট্রিক ওয়ার্ড। এদিন ফলক উন্মোচন করে তিনটি পরিষেবার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে রাজ্য সরকার সর্বদা অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করে আসছে। রাজ্যের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে কোন ধরনের অসুবিধা যাতে না হয় সে লক্ষ্যে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর বহু নতুন পরিকল্পনা গ্রহণ করছে।
এবং সরকারের পরিকল্পনা রয়েছে আগামী দিনে যাতে ধোলাই জেলায় একটি মেডিকেল কলেজ করা যায়। আর মেডিকেল কলেজের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। সরকার মেডিকেল কলেজ নিশ্চয়ই করবে বলে আশ্বস্ত করেন এদিন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন এই সরকার মানুষের জন্য কিভাবে কাজ করা যায় সে বিষয়ে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। তবে এদিন ট্রমা সেন্টারে খোলার ফলে উপকৃত হবে ধলাই জেলা সহ উত্তর জেলা এবং ঊনকোটি জেলার মানুষ। এই ট্রমা সেন্টারের জন্য মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ধলাই জেলা বাসীর। সেই আশা পূর্ণ হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শ্রী সাহা।পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগী ও রোগীর পরিজনদের সাথে কথা বলে হাসপাতালে পরিষেবার বিষয়ে খোঁজখবর নেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, স্বাস্থ্য দপ্তরে সচিব দেবাশীষ বসু, ধলাই জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকারা।