Friday, March 29, 2024
বাড়িরাজ্যতপশিলি কল্যাণ দপ্তরে শিক্ষা মান উন্নয়নের জন্য কাজ করে : ভগবান দাস

তপশিলি কল্যাণ দপ্তরে শিক্ষা মান উন্নয়নের জন্য কাজ করে : ভগবান দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : তপশিলি জাতি কল্যাণ দপ্তর রাজ্যের তপশিলি অংশের মানুষের আত্মসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই দপ্তর তপশিলি অংশের মানুষের উন্নয়নের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। বৃহস্পতিবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। তপশিলি কল্যাণ দপ্তরে বিশেষ করে শিক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নের জন্য কাজ করে থাকে। বিশেষ করে পার্ক মাধ্যমিক বৃত্তি প্রদান করায় ছাত্র-ছাত্রীরা অনেকটাই উপকৃত হচ্ছে। ২০১৮-১৯ সালে এই প্রকল্পের আওতায় আসে ৯,৮৩৩ জন ছাত্রছাত্রী। এর জন্য ব্যয় হয়েছে ৭৯ লক্ষ ৩৪ হাজার টাকা।

২০১৯-২০ সালে এই প্রকল্পে উপকৃত হয়েছে ২৫, ১২৯ জন। ব্যয় হয়েছে এক কোটি ৫২ হাজার টাকা। ২০২০-২১ সালে ছাত্রছাত্রী ৪,৫৮৯ জন। ব্যয় হয়েছে এক কোটি ৩৮ লক্ষ ৫২ হাজার টাকা। ২০২১-২২ সালে ছাত্র-ছাত্রী সংখ্যার ১০,১১২ জন। এর জন্য ব্যয় হয়েছে দুই কোটি ৮১ লক্ষ ৬১ হাজার টাকা। ২০২২-২৩ সালে এই প্রকল্পের মাধ্যমে ১৪,২৯৫ জন ছাত্র-ছাত্রীকে সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে বের হবে পাঁচ কোটি ৫ লক্ষ ৩৩ হাজার টাকা। এর মধ্যে রাজ্য সরকার দেবে ১০ শতাংশ অর্থরাশি। বাকি ৯০ শতাংশ টাকা দেবে কেন্দ্রীয় সরকার বলে জানান তিনি। তিনি আরো বলেন, তপশীলী জাতি ভুক্ত ছাত্র-ছাত্রী নিবাস সংস্কার ও রক্ষনা বেক্ষনের জন্য ২০১৮-১৯ সালে ছাত্র-ছাত্রী নিবাস সংস্কার করা হয়েছে ১০ টি। তার জন্য ব্যয় হয়েছে ২৩ লক্ষ ৯৯ হাজার টাকা। ২০১৯-২০ সালে ছাত্র-ছাত্রী নিবাস সংস্কার করা হয়েছে ১৭ টি। তার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৩০ হাজার টাকা। ২০২০-২১ সালে ছাত্র-ছাত্রী নিবাস সংস্কার করা হয়েছে ১৩ টি। তার জন্য ব্যয় হয়েছে ৮৭ লক্ষ ৬২ হাজার টাকা। ২০২১-২২ সালে ছাত্র-ছাত্রী নিবাস সংস্কার করা হয়েছে ২১ টি। তার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ২ লক্ষ ৯২ হাজার টাকা। এই প্রকল্পে ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্য সরকার প্রদেয় আর্থিক সহায়তায় ১৩ টি ছাত্র-ছাত্রী নিবাস সংস্কার ও রক্ষনা বেক্ষনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তার জন্য ১ কোটি ১০ লক্ষ টাকার সংস্থান রাখা হয়েছে। এছাড়াও ৬ টি ছাত্র-ছাত্রী নিবাস সংস্কার ও রক্ষনা বেক্ষনের জন্য কেন্দ্র থেকে অর্থ মঞ্জুর করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ৩৪ টি হোস্টেলে টিভি প্রদানের জন্য ১৩ লক্ষ ৬০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। ৩০ টি হোস্টেলের ১১১ জন গৃহশিক্ষক ছাত্র-ছাত্রীকে অঙ্ক, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে বিশেষ শিক্ষা প্রদানের জন্য ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ৪৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। এতে হোস্টেলে থাকা ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হবে বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য