স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : রাজ্যের আইন-শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনের দ্বারস্থ বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। পরে পুলিশের সদর কার্যালয় থেকে বের হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে কথা হয়েছে।
বিশেষ করে রানীবাজার শাসক দলের দুর্বৃত্তরা যে ঘটনাটি কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর সংগঠিত করেছে সেই ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। যারা এদিনের ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয় রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি কর্মসূচি সংঘটিত করতে চাইলে পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া যাচ্ছে না। সে বিষয়টা যাতে গুরুত্বের সাথে দেখা হয় তার জন্য অবহিত করা হয়েছে পুলিশের মহা নির্দেশককে। আরো বলা হয়েছে, কিছু পুলিশ কর্মী শাসক দলের দুর্বৃত্তদের সাথে মিশে রয়েছেন। এতে পুলিশের মর্যাদা উপর আঘাত আসতে পারে বলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পুলিশের মহা নির্দেশক আশ্বস্ত করেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। এবং পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশাবাদী সুদীপ রায় বর্মন।