স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ঘটনা কৈলাসহরের পঞ্চমনগর এলাকায়। সড়ক অবরোধকারীরা জানান বিগত তিন মাস ধরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় তীব্র পানীয়জলের সংকট চলছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর উদাসীন। গ্রামবাসীরা বেশ কয়েকবার লিখিত ও মৌখিক ভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের অবগত করেছেন।
কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এমনকি সংশ্লিষ্ট দপ্তর থেকে পঞ্চমনগর এলাকায় গাড়ির মাধ্যমে পানীয় জল সরবরাহের ব্যবস্থাও করা হয় নি। বিগত এক বছর পূর্বে এলাকায় দুইটি পাম্প মেশিন বসানো হলেও এখনো পর্যন্ত নিয়োগ করা হয় নি পাম্প অপারেটর। পাম্প অপারেটর নিয়োগ করা হলে গ্রামবাসীরা প্রতিদিন পানীয়জল পেয়ে যেতেন। তাই মঙ্গলবার ভুক্ত ভোগীরা কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর হাসপাতাল সংলগ্ন ২০৮ বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

