স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : বামপন্থী উপজাতি যুব সংগঠন টি ওয়াই এফ -এর উদ্যোগে আগরতলা ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে জনজাতি যুবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার এক অবিরাম প্রচেষ্টা চলছে।
যারা এই প্রচেষ্টা করছে তারা ভাবছে এভাবে তারা চক্রান্ত করে সফল হবে। কিন্তু টি ওয়াই এফ মনে করে শুধু জনজাতিরা তাদের সমস্যার সমাধান করতে পারবেন না। জাতি জনজাতিরা সঙ্গবদ্ধ হয়ে সমস্যার সমাধান করতে পারবে। তাই যারা পেছনদিকে জনজাতিদের ঠেলে দিতে চাইছে তাদের সাথে মোকাবিলা করে টি ওয়াই এফ এগিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। পাশাপাশি এই দিন রক্তদান শিবিরের প্রসঙ্গে তিনি বলেন, রক্ত দোকানে পাওয়া যায় না। মানুষের বিপদে মানুষকে রক্ত দিতে হয়। রাজ্যে রক্তের সংকট চলছে। এই পরিস্থিতিতে বছরে দুবার রক্তদান শিবির সংঘটিত করে ধারা বজায় রাখার আহ্বান জানান তিনি। এবং শুধু রক্তদান করলেই চলবে না, পাশাপাশি মরনোত্তর দেহদান এবং চক্ষু দানের দায়িত্ব নিতে হবে বলে আহ্বান জানান। কারণ রক্তের বিকল্প নেই। তাই মতাদর্শগতভাবে টি ওয়াই এফ -র এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।