স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব ও সংহতি ক্লাবের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে অমৃত মহোৎসবের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালে ১২ ই মার্চ অমৃত মহোৎসবের ঘোষণা দেন। ২০২৩ সালে ১৫ আগস্ট পর্যন্ত এই অমৃত মহোৎসব চলবে। দেশের প্রধানমন্ত্রী একের পর এক এ ধরনের কর্মসূচি ঘোষণার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং দেশাত্মবোধ জাগ্রত করা। ভারত স্বাধীন হওয়ার পর গত ৭৫ বছরে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে বহু বীর জওয়ান শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার দিন আজ বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ক্লাবের রক্তদান, মরনোত্তর চক্ষুদান এবং মরনোত্তর দেহদানের উদ্যোগের প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রত্যেকটি ক্লাবের সদস্যদের সমাজের জন্য এ ধরনের দায়িত্ব হাতে নেওয়া প্রয়োজন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। পরে মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরকে পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। শিবিরের রক্তের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।