স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : মঙ্গলবার দুই দফা দাবিতে মিছিল করে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল ফিজিক্যাল এডুকেশন আনএমপ্লয়েড ইয়ুথ অফ ত্রিপুরা। এন সি ই আর টি গাইড লাইন অনুযায়ী রাজ্যের সমস্ত স্কুলে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক নিয়োগ করা, সি বি এস সি গাইড লাইন অনুযায়ী সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক নিয়োগ করা।
এই দুই দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে শিক্ষা ভবন পর্যন্ত যায়। সেখানে এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন। স্কুলে শিক্ষক ছাড়াই নাম্বার প্রদান করা হচ্ছে পরীক্ষার। এটা কিভাবে হচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন ফিজিক্যাল এডুকেশন আনএমপ্লয়েড ইয়ুথ অফ ত্রিপুরার পক্ষে এবাদুল হুসেন। তিনি আরও জানান ভারতবর্ষে ২৭৪০০ সি বি এস সি স্কুল রয়েছে। তার মধ্যে ব্যতিক্রম কেবল ত্রিপুরার বিদ্যাজ্যতি মিশনের অধীনে থাকা ১০০ টি স্কুল। অবিলম্বে গাইড লাইন মেনে শারীর শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।