Friday, November 22, 2024
বাড়িরাজ্য৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন থেকে মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণা

৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন থেকে মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসে উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আসাম রাইফেল ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলন শেষে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। তারপর প্যারেড প্রদর্শন করা হয়। এই বছর প্যারেড প্রদর্শন করে ১৪ টি প্লেটুন। জাতীয় পতাকা উত্তোলনের পর অন্যান্য বছরের ন্যায় হুড খোলা গাড়িতে করে মাঠের চারদিক ঘুরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন।

রাজ্য বাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যবাসিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজ্যের কর্মচারীদের উদ্বুদ্ধ করতে জুলাই মাস থেকে ৫ শতাংশ হাতে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।  এছারাও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গুলিতে দীর্ঘদিন শূন্য পরে থাকা পদ গুলিকে চিহ্নিত করা হয়েছে। সহসাই প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদ গুলি পূরন করা হবে। পাশাপাশি নতুন করে নিয়োগের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি প্রধান এই রাজ্যের ২ লক্ষ ৪১ হাজার ৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এখনো পর্যন্ত কিষাণ সম্মান নিধি প্রকল্পে উপকৃত হয়েছে। মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনায় এখনো পর্যন্ত উপকৃত হয়েছে ৮ লক্ষ ৫৮ হাজার ৬৯৭ জন কৃষক।

জনজাতিদের উন্নয়নে রাজ্যে জনজাতি অধুষ্যিত এলাকায় ১৬ টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন করা হচ্ছে। জনজাতি এলাকায় বসবাসকারী যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ২০২১-২২ সালে রাজ্য সরকার চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছে। এই প্রকল্পে আগামি ৫ বছরে ৩০ হাজার হেক্টর এলাকায় রাবার বাগান করা হবে। মিজোরাম থেকে আশা ৩৭ হাজার ১৩৬ জন ব্রু-রিয়াং শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন দেওয়ার কাজ চলছে।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গত চার বছরে রাজ্যে ৪১৪ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। ২০২২ সালের মধ্যে শহর এলাকায় বসবাসকারী গরিব লোকদের পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান চালু করা হয়েছে। এই প্রকল্পে রাজ্যে ৮৭ হাজার ৪৬৮ টি ঘর এসেছে। তার মধ্যে এখনো পর্যন্ত ৫১ হাজার ৯০৭ টি ঘর নির্মাণ করা হয়েছে। রাজ্য সরকারের পরিচালনায় ৯ হাজার ৯১১ টি অঙ্গনওয়ারী সেন্টার চালু রয়েছে। মহিলাদের খমতায়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওমেন পলিসি চালু করা হয়েছে। মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্প্রতি একটি হেল্প লাইন নাম্বার চালু করা হয়েছে। সরকারি সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়া লেখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এইদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দাবি করেন ২০২১-২২ সালে রাজ্য পুলিশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ যোগ্য সাফল্য পেয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলার সার্বিক নজর দারি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ৪০০ টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এইদিন ঘোষণা দেন রাজ্যে নতুন স্বাস্থ্য নিতি প্রনয়ন করা হবে। এবং রাজ্যে একটি নতুন ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসকের সংখ্যা ১৪৮০ থেকে বৃদ্ধি করে ২১৭০ করা হবে।

রাজ্যের আইন-শৃঙ্খলা উন্নতি কল্পে আরক্ষা দপ্তরের বিভিন্ন নিয়মিত পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আরক্ষা প্রশাসনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্পেসাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। কর্মচারীদের চিকিৎসার জন্য ত্রিপুরা সরকারের উদ্যোগে হেলথ স্কিম চালু করা হবে। আগামী অক্টোবর মাস থেকে সামাজিক ভাতা ২ হাজার টাকা করা হবে। সিনিয়র সিটিজেনদের বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য একটি ডেডিকেটেড হেল্প লাইন চালু করা হবে বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ভাষণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আসামরাইফেল ময়দানে। এইদিনের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন আরক্ষা কর্মীকে রাষ্ট্রপতি প্রদত্ত মেডেল প্রদান করা হয়। তাদের মেডেল পরিয়ে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি প্যারেডে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি প্লেটুনের কমান্ডারদের হাতে ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রাম প্রসাদ পাল, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য