স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি পেনশনার্স সেলের পক্ষে থেকে ১১ দফা দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রদান করা হয়। এদিন মহাকরণে গিয়ে পেনসনার্স সেলের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাতে দাবি পত্র তুলে দেন।
আলোচনা শেষে বেড়িয়ে এসে ভারতীয় জনতা পার্টি পেনশনার্স সেলের ষ্টেট কনভেনার বোমকেশ চৌধুরী জানান পি এস ইউ, হোমগার্ড, অঙ্গনওয়ারী কর্মীদের সমস্যা গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দেব শীঘ্রই তাদের আশা পূরণ করার চেষ্টা করবেন বলে। তিনি আরও জানান দাবি গুলির মধ্যে রয়েছে পেনশনার্সদের মেডিক্যাল এলাউন্স ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা, পি এস ইউ-র কর্মীদের পেনশন বৃদ্ধি সহ ১১ দফা দাবি।