স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। দুদিনব্যাপী এই কর্মশালা শনিবার শুরু হয় মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে।
কারণ ছাত্র-ছাত্রীর এই আগামী দিন দেশ পরিচালনা করবে। সরকার থেকে তাদের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি সঠিকভাবে কার্যকর করতে হবে। পড়াশুনার ক্ষেত্রে যাতে কোনরকম ব্যাঘাত না ঘটে তার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শূন্য পদ গুলি পূরণ করার উদ্যোগ নিতে হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষাবিদরা।

