স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ভেস্তে গেল আই পি এফ টি-র মৌখিক প্রতিশ্রুতি। গঠন হলো না হাই পাওয়ার কমিটি। বাস্তবায়ন হয়নি পৃথক রাজ্য তিপরাল্যান্ড। তাই ভিলেজ কমিটির নির্বাচনের আগে দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিল আই পি এফ টি। তিপরাল্যান্ডের দাবিতে এই দিল্লি চলো অভিযান। দিল্লি চলো অভিযানে কেন্দ্রীয় সরকারের কাছে জোড়ালো দাবি তোলা হবে তিপরাল্যান্ডের। কারণ ২০১৮ সালের নির্বাচনের আগে জনজাতিদের কাছে আই পি এফ টি -র মৌখিক প্রতিশ্রুতি ছিল তিপরাল্যান্ড বাস্তবায়ন করা।
কিন্তু সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেল সরকারে থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারিনি আই পি এফ টি নেতৃবৃন্দ। ফলে দলে শুরু হয়েছে ভাঙ্গন। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে দলের অস্তিত্ব রক্ষা করা বড় কঠিন হয়ে পড়ছে দলের সুপ্রিমো নরেন্দ্র চন্দ্র দেববর্মার কাছে। তাই এবার দলের কর্মী সমর্থকদের আশ্বস্ত করতে বিকল্প অনুসন্ধান দিল্লি অভিযান বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, শনিবার আইপিএফটি’র কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটির পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২৩ আগস্ট দিল্লি অভিযান করা হবে। দিল্লির যন্তর মন্তরে একদিনের বিক্ষোভ মিছিল সমাবেশ সংঘটিত করা হবে। এর জন্য ১৮ আগস্ট দিল্লীর উদ্দেশ্যে রওনা হবে আইপিএফটি’র কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়। আলোচনায় উঠে আসে দলের বিভিন্ন সমস্যা। সেই সমস্যা কাটিয়ে দলকে পুনরায় চাঙ্গা করতে এন সি চ্যালেঞ্জ আগামী ৬ মাস।