স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে পালন করা হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। আর এই আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শনিবার সকালে বন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রান ফর গ্রিন ত্রিপুরা এবং মাস প্ল্যান্টেশান ড্রাইভ। এইদিন সচিবালয় চত্বরে মেগা বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী এনসি দেববর্মা, বিধায়ক ডাক্তার দিলিপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে এইদিন সচিবালয় চত্বরে বৃক্ষ রোপণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইদিন নিজ হাতে সচিবালয় চত্বরে বৃক্ষ রোপণ করেন। এইদিন বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাতেই হবে। বন যেন ধংস করা না হয় তার প্রচেষ্টা করছে সরকার। যেখানে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে গাছ রোপণ করা হচ্ছে। প্রকৃতি সাথে না থাকলে মানুষ বাঁচতে পারবে না। বৃক্ষ রোপণ শেষে সচিবালয়ের সামনে থেকে শুরু হয় রান ফর গ্রিন ত্রিপুরা। সবুজ পতাকা নেড়ে এই রান ফর গ্রীন ত্রিপুরা দৌড়ের সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাথে ছিলেন মন্ত্রী এন সি দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এইদিনের এই রান ফর গ্রিন ত্রিপুরা দৌড় প্রতিযোগিতায় বন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের পাশাপাশি সাধারন মানুষও অংশগ্রহণ করে।