Wednesday, August 6, 2025
বাড়িরাজ্যহর ঘর তেরঙ্গা কর্মসূচীকে ঘিরে মিছিল

হর ঘর তেরঙ্গা কর্মসূচীকে ঘিরে মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : শুক্রবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত তেরঙ্গা মিছিলে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আগামী ১৫ আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আজাদিকা অমৃত মহোৎসবের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিগত এক বছর যাবত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হচ্ছে এই আজাদিকা অমৃত মহোৎসব। এবার প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। একই সঙ্গে দলীয় ভাবে গ্রহণ করা হয়েছে বেশ কিছু কর্মসূচী।

 প্রভাত ফেরী, বাইক মিছিল, তেরঙ্গা যাত্রা, মনিষীদের মূর্তি সাফাই করে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচী চলছে রাজ্য জুড়ে। শুক্রবার তারই অঙ্গ হিসাবে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় তেরঙ্গা মিছিল। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের বাড়ি থেকে এই মিছিলে সূচনা হয়। তেরঙ্গা মিছিলে অংশ নেন প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক সুরজিৎ দত্ত সহ মণ্ডল নেতৃত্ব। তেরঙ্গা হাতে নিয়ে মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর হুড খোলা গাড়িতে চড়ে মিছিলে অংশ নেন তারা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান রাজ্যের প্রতিটি স্থানে হর ঘর তেরঙ্গা কর্মসূচীকে ঘিরে একটা পরিবেশ তৈরি হয়েছে মানুষের মধ্যে।  মানুষ স্বতঃ স্ফূর্ত ভাবে এই অভিযান স্বার্থক করতে চাইছে। যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে এই জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচী বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের তেরঙ্গা বাইক মিছিলে প্রচুর কর্ম সমর্থক অংশ নেন। র্যা লীটি বিধায়কের বাসভবন থেকে শুরু হয়ে বিধানসভা এলাকা পরিক্রমা করে। হর ঘর তেরঙ্গা কর্মসূচীর বার্তা পৌঁছে দিতেই এই মিছিল আয়োজন বলে জানান বিধায়ক সুরজিৎ দত্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!