Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যনয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

নয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট :  কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের নব নিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অভিজিৎ দেব এবং সময় রায়। নিগমের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্য দিয়ে শুক্রবার স্বাগত জানানো হয়। এদিনের স্বাগত জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, এম ডি সহ অন্যান্যরা। এদিন নব নিযুক্ত চেয়ারম্যান অভিজিৎ দেব ও ভাইস চেয়ারম্যান সমর রায়ের হাতে পুস্প স্তবক তুলে দিয়ে স্বাগত জানান মেয়র দীপক মজুমদার।

 যোগ্য ব্যক্তিদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করায় মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার। রাজ্যের গন পরিবহণ ব্যবস্থাকে উন্নত করতে এবং পণ্য সামগ্রী  পরিবহনের উদ্দেশ্যে টি আর টি সি- র প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু ২৫ বছরের বাম জামানায় এই টি আর টি সি-কে ধবংসের মুখে ঠেলে দেওয়া হয়। ২০১৮ সালে নতুন সরকার প্রতিষ্ঠার পর সমস্ত ব্যবস্থার সঙ্গে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। আমুল পরিবর্তন ঘটিয়েছে টি আর টি সি-র। মানুষ একটা সময় টি আর টি সি-র উপর নির্ভর ছিল। কিন্তু বাম জামানায় দলীয় করণ করে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার নতুন পরিষেবার সূচনা করে লাভ জনক জায়গায় নিয়ে এসেছে বলে জানান মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য