স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : স্কুলে রণংদেহি শিক্ষিকা। অভিযুক্ত শিক্ষিকার মারে আহত অপর এক শিক্ষিকা। ঘটনা বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে। ঘটনায় আতঙ্কিত স্কুলের ছাত্র-ছাত্রীরা। শেষ পর্যন্ত বিষয়টি জল গড়ায় থানা পর্যন্ত। জানা যায়, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা ঝুমা কলই সিং কোন এক বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু করে অপর এক শিক্ষিকা আতুকৃ জমাতিয়ার সাথে। পরবর্তী সময়ে ঝুমা কলই আতুকৃ জমাতিয়াকে মারধর শুরু করে বলে অভিযোগ। ঝুমা কলই সিংয়ের মারে আহত শিক্ষিকাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষিকাকে জিবি হাসপাতালের রেফার করেন। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, অভিযুক্ত শিক্ষিকা ঝুমা কলই মানসিকভাবে কিছুটা অসুস্থ রয়েছেন। ঝুমা কলই আগেও বহুবার স্কুলে ছুরি নিয়ে এসেছিলেন। এ ধরনের কান্ড কারখানা গত কয়েক মাস ধরে স্কুলে সংগঠিত হয়ে চলছিল। বিষয়টি দপ্তর এবং স্কুল পরিচালন কমিটিকে অবগত করা হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোন ভূমিকা গ্রহণ করা হয়নি। যা পরিনাম আজকের ঘটনা।
এদিকে ঘটনার খবর পেয়ে স্কুলের ছুটে আসে বিশালগড় থানার মহিলা পুলিশ। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত শিক্ষিকার কথাবার্তায় কোন এক রহস্য লুকিয়ে রয়েছে বলে সহকর্মীদের ধারণা। এ দিনের ঘটনায় স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার শুরু করে ছাত্র-ছাত্রীরা।