স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : হস্ততাতের মধ্যে ভারতবর্ষের ইতিহাস, সংস্কৃতি, ভিন্নতার মাঝে একতা, গ্রামীন পরিবেশ আছে। রাজ্যে হস্ততাতে ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সম্ভাবনা হবে, কিন্তু সম্যক করতে হবে। কিভাবে রাজ্যের হস্ততাতকে উন্নত করা যায় একটি দল গঠন করতে হবে। রাজ্য সরকার হস্ততাতকে কিভাবে অর্গানাইজড করা তা দেখবে।
বৃহস্পতিবার পূর্বাশা প্রাঙ্গণে জাতীয় হস্ততাত দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। বাজারের চাহিদা অনুযায়ী সামগ্রী প্রস্তুত করতে হবে। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও হস্ততাত সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। এর মধ্যে বিশেষত্ব রয়েছে বলে জানান তিনি। এই কাজের সঙ্গে বড় মাত্রায় মহিলারা যুক্ত। তাদের ক্ষমতায়ন করাই বড় শক্তি বলে জানান উপ মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন হস্ততাত ও হস্তকারু উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী, নাবার্ডের জি এম সহ অন্যান্যরা।