Sunday, March 23, 2025
বাড়িরাজ্যরাজ্যবাসীর উপর পাথর চাপা হয়ে বসে আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার : মানিক

রাজ্যবাসীর উপর পাথর চাপা হয়ে বসে আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : প্রয়াত মন্ত্রী ব্রজগোপাল রায় নিঃসন্দেহে একটি শূন্যতা তৈরি করে গেছেন। তাঁর মৃত্যু রাজ্যের জন্য বড় ক্ষতি। আর এটা অস্বীকার করা যাবে না। এর জন্য হতাশ হলেও চলবে না। প্রয়াত বজ্রগোপাল রায়ের ভাবনা চিন্তা মতাদর্শ সহ অনেক কিছু অসম্পূর্ণ আছে। এই কাজগুলি করতে সকলকে ভূমিকা নিতে হবে। কারণ রাজ্যের মানুষ বর্তমানে ফ্যসিস্ট সুলভ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। আর এই পরিস্থিতি সৃষ্টি করার পেছনে মূলত বিজেপি এবং আই পি এফ টি জোট সরকারের মূল উদ্দেশ্য হলো তারা যেসব প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনে ফেলেছে তা কখনো কার্যকর করতে পারবে না।

তাই তারা পাথর হয়ে রাজ্যের মানুষের বুকে চেপে বসে আছে। আর এই পাথর সরাতে মানুষ ভূমিকা না নিলে ব্যাপক ক্ষতি হবে রাজ্যের। বৃহস্পতিবার বামফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে টাউন হলে প্রয়াত মন্ত্রী ব্রজগোপাল রায়ের স্মরণসভায়  এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর যখন কোন প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারছিল না তখন এর বিরুদ্ধে প্রথমে কমিউনিস্টরা আওয়াজ তুলেছিল। তখন কমিউনিস্টরা প্রথম আক্রান্ত হয়েছিল। সে সময় অন্যান্য রাজনৈতিক দলগুলি ভাবছিল যে এই আক্রমণ শুধু কমিউনিস্টরা উপর দিয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে যখন ঝড় মারাত্মক আকার ধারণ করতে শুরু করে তখন এর থেকে কেউ রক্ষা পায় নি কোন রাজনৈতিক দল। অর্থাৎ ফ্যাসিস্ট সুলভ সরকার থেকে কোন রাজনৈতিক দল রক্ষা পাচ্ছে না।

 এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ শাসকদল বিজেপি জানে রাজ্যে কমিউনিস্টরা সক্রিয় হয়ে জনগণের স্বার্থে দাবি তুলছে। তাই ফ্যাসিস্ট সুলভ সরকারের প্রথম থেকে ফোকাস কমিউনিস্টদের দিকে বলে জানান বিরোধী দলনেতা। দেশের ক্ষমতার যদি শোষকদের হাতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত সমস্ত কিছু তারা তাদের শ্রেণী স্বার্থের সুবিধার্থে জন্য তৈরি করে। তারপরও শোষকরা যদি বুঝতে পারে এটা বিরোধীদের সুযোগ করে দিচ্ছে তাহলে সেটা আবার সংশোধন করছে। তাই তাদের নিয়ে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। ফলে মানুষের উপর তারা এখন আস্থা হারিয়ে ফেলেছে। তাই তারাও যে সুখে আছে সেটা ভাবলে ভুল হবে। তাই তাদের কাছে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ ছাড়া আর কোন পথ নেই। কিন্তু এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে অসীম দায়িত্ব পালন করতে হবে এবং এর জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে বামফ্রন্টকে। এর জন্য মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। ভোট আসলেই মানুষের কাছে গেলে চলবে না। কারণ সমস্যা শুধু মানুষের ভোট আসলেই হয় না। প্রতিনিয়ত মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে মানুষের সমস্যা গুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান শ্রী সরকার।

এদিন আয়োজিত স্মরণ সভা এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। প্রয়াত ব্রজগোপালের রায়ের প্রতিকৃতিতে এদিন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য