Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যশিক্ষার হাল ফেরাতে এন এস ইউ আই -র ডেপুটেশন

শিক্ষার হাল ফেরাতে এন এস ইউ আই -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে ১০০০ টাকা করে ছাত্রদের কাছ থেকে সংগ্রহ প্রত্যাহার করা, শিক্ষক স্বল্পতা রুখতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা সহ একাধিক দাবিতে প্রদেশ এন এস ইউ আই পক্ষ থেকে বৃহস্পতিবার শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় জানান, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় লুটপাট চলছে। বেহাল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলি। স্কুলগুলিতে নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। আন্দোলন করলে বাইক বাহিনী যে ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ করা হচ্ছে।

এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা করে সংগ্রহ করছে শিক্ষা দপ্তর। কারণ সরকার যে ১০০ টি স্কুল বিদ্যাজ্যোতি আওতায় নিয়ে এসেছে সেগুলি মধ্যে বহু গরিব ছাত্রছাত্রী পড়াশোনা করছে। সরকার ছাত্র ছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা করে না নিয়ে যে অর্থ রাজ্যে শিক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ হচ্ছে সেই অর্থ রাশি দিয়ে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করা দাবি জানানো হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ করার দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি। নাহলে সারা রাজ্য ব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তিনি। এদিন কংগ্রেসের ছাত্র সংগঠনটি শিক্ষা দপ্তরে আধিকার হাতে দাবি সনদের প্রতিলিপি তুলে দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য